আপনি কি সবসময় ব্যাপারগুলো লক্ষ করেন, লেখাপড়ার পাশাপাশি আপনার সন্তান কোথায় সময়টা বেশী দিচ্ছে। ওর সময়টা কি হারিয়ে যাচ্ছে, অন্য কোন কিছু কি দখল করে আছে তার সময়! তার অমূল্য জীবন?
যে সময়টা পার হয়ে যাচ্ছে আপনার আমার অজান্তে, সেই সময়টাতে ওরা কি সময় নস্ট করছেনা স্মার্ট ফোনে?ছোট্ট স্ক্রিনের এই আসক্তি অণ্য যেকোন আসক্তির চেয়েও ভয়াবহ।
কাগজে কলমে শিক্ষিত হবার পাশাপাশি ওয়েবে স্বাক্ষরতা এখন বাধ্যতামূলক।আমাদের কোমলমতি শিক্ষার্থীগন মাউস কীবোর্ডে কতটা সাবলিল এটা বুঝতে হবে। হাতের লেখা সুন্দর করার পাশাপাশি ডেস্কটপে কাজের জন্যে যোগ্য করে গড়ে তুলতে হবে ওদের। দক্ষতা বাড়াতে হবে মাউস-কীবোর্ডে ।
আপনি সচেতন হলে প্রতি একটি ৭দিনের কোর্সে আপনার সন্তান অতিক্রম করবে একটি একটি লেভেল। যে সময়টা তার জীবন থেকে হারিয়ে যেতো বর্নচোরা সম্পর্কের হাতছানি আর স্মার্টফোনের ভার্চুয়াল ভাইরাসের ফাঁদে আটকে থেকে।